ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'পশ্চিমা শক্তির কাছে খোমেনীর ইরান মাথা নত করেনি করবে না' দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণ: জুলাইয়ের আকাঙ্ক্ষা রাজনৈতিক ফিলোসফি ও সংঘটনের অভ্যন্তরীণ আদর্শিক অবকাঠামো পরিবর্তন : 'সাদা অ্যাপ্রনের নীরব আলো' 'আলোর পথে চিকিৎসক ফরিদুল ইসলামের জীবনযাত্রা' 'শতবর্ষী তাকিয়া জামে মসজিদের নিচ তলায় মার্কেট নির্মানের চেষ্টা' দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬: জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল: নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ : গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরনীয়' কোম্পানীগঞ্জে মোঃ ফখরুল ইসলাম :

ক্ষমতার দখলদারিত্ব ভেঙ্গে জনগনের গনমিছিল' নোয়াখালী -৫ এ জেএসডির পথসভা অনুষ্ঠিত:

ক্ষমতার দখলদারিত্ব ভেঙ্গে জনগনের গনমিছিল' নোয়াখালী -৫ এ জেএসডির পথসভা অনুষ্ঠিত:

নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী কামাল উদ্দীন পাটোয়ারীর সমর্থনে বসুরহাটে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক গণমিছিল ও পথসভা।

শনিবার ২২ নভেম্বর বাদ মাগরিব বসুরহাট জিরো পয়েন্টে আয়োজিত এ প্রচারণা কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ, তরুণ ভোটার এবং বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবে রূপ নেয়।

অনুষ্ঠান পরিচালনা করেন আলা উদ্দিন। কেন্দ্রীয়ভাবে সমন্বয় করেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন। সভার সভাপতিত্ব করেন জেএসডি নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি কাজল হাজারী।

পথসভার প্রধান অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব। তিনি মিছিলের প্রথম সারিতে দাঁড়িয়ে জনতাকে শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধভাবে ‘তারা’ মার্কার প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

তাঁর উপস্থিতিতে পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।বক্তব্যে বেগম তানিয়া রব বলেন,দিনে ভোট আর রাতে পালানোর রাজনীতি থেকে জনগণ এবার মুক্তি চায়।

নদীভাঙনসহ নানা দুর্যোগে যারা মানুষের পাশে দাঁড়ায়নি, তারা আর জনগণের বিশ্বাস পাবে না।

তিনি অভিযোগ করেন, নোয়াখালী–৫ আসনে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, দখলবাজি, হাট বাজারে

চাঁদাবাজি এবং টার্মিনাল স্ট্যান্ডে অতিরিক্ত চাঁদা আদায়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আগে যেখানে ১০০ টাকা নেওয়া হতো, এখন সেখানে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জেএসডির ‘তারা’ মার্কার প্রার্থী বিজয়ী হলে এলাকায় সুশাসন, স্বচ্ছতা, টেকসই রাস্তা ঘাট উন্নয়ন এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি,বলেন তিনি।

পথসভায় বক্তারা অতীত নির্বাচনের অনিয়ম, সড়ক অবকাঠামোর দুরবস্থা এবং নদীভাঙনসহ স্থানীয় নানা সমস্যা তুলে ধরে পরিবর্তনের পক্ষে জনমত তৈরির আহ্বান জানান।

সমর্থন প্রদর্শনকারী জনতার উদ্দেশে কামাল উদ্দীন পাটোয়ারী বলেন,জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করাই আমার লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং সামগ্রিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

মিছিল চলাকালে সমর্থকদের উচ্ছ্বসিত স্লোগানে পুরো বসুরহাট মুখরিত হয়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য,

এই গণমিছিল নোয়াখালী–৫ আসনে জেএসডির প্রচারণায় একটি বিশেষ শক্তি ও নতুন গতি তৈরি করেছে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.