ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'পশ্চিমা শক্তির কাছে খোমেনীর ইরান মাথা নত করেনি করবে না' দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণ: জুলাইয়ের আকাঙ্ক্ষা রাজনৈতিক ফিলোসফি ও সংঘটনের অভ্যন্তরীণ আদর্শিক অবকাঠামো পরিবর্তন : 'সাদা অ্যাপ্রনের নীরব আলো' 'আলোর পথে চিকিৎসক ফরিদুল ইসলামের জীবনযাত্রা' 'শতবর্ষী তাকিয়া জামে মসজিদের নিচ তলায় মার্কেট নির্মানের চেষ্টা' দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬: জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল: নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ : গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরনীয়' কোম্পানীগঞ্জে মোঃ ফখরুল ইসলাম :

মহান মুক্তিযুদ্ধ শহীদদের স্মরণে ও ওসমান শরিফ হাদীর সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জে দোয়া অনুষ্ঠীত:

মহান মুক্তিযুদ্ধ শহীদদের স্মরণে ও ওসমান শরিফ হাদীর সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জে দোয়া অনুষ্ঠীত:

মহান মুক্তিযুদ্ধ শহীদদের স্মরণে ও ওসমান শরিফ হাদীর সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জে দোয়া অনুষ্ঠীত:

শুরু হলো এনসিপির নির্বাচনী যাত্রা নোয়াখালী–৫ আসনে এনসিপির প্রার্থী এডভোকেট হুমায়রা নূরের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি:

নব জ্যোতি অনলাইন রিপোর্ট ডেস্ক:

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদগণ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরিফ হাদীর সুস্থতা কামনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক আবেগঘন দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার

বিকেল ৩টায় বসুরহাট পৌরসভার আর.এফ.সি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, নোয়াখালী–৫ আসন এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এডভোকেট হুমায়রা নূর।

পবিত্র আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন, নুরনবী সোহেল। নির্ধারিত সময়ে এনসিপির প্রার্থী এডভোকেট হুমায়রা নূর অনুষ্ঠানে উপস্থিত হলে দলীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। পরিচয় পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আমন্ত্রিত বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা ২৪-এর জুলাই যোদ্ধা।আমাদের রাজনীতি গণমানুষের জন্য। সামনে ভয়াভহ দিন আসতে পারে। দমন পীড়ন হতে পারে। তবুও আমাদের সতর্ক থেকে,শালীনতা ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে।

তিনি কর্মীদের উদ্দেশে অনুরোধ জানান, কোনো প্রকার তর্ক-বিতর্কে না জড়িয়ে জনগণের পাশে থাকার

অনুরোধ করেন।

এডভোকেট হুমায়রা নূর দোয়া পূর্ব বিভিন্ন ইউনিয়নের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মনোযোগ দিয়ে কর্মীদের কথা শোনেন এবং নির্বাচনী পরিচালনায় এলাকায় চলমান সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো নোট করেন।

উপস্থিত কর্মীরা তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বিগত ফ্যাসিবাদী শাসন ও চলমান রাজনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, জাতি এ অবস্থা থেকে মুক্তি চায়।

প্রধান বক্তা তাঁর বক্তব্যে নিজের পরিচয় তুলে ধরে বলেন, এনসিপি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই আন্দোলনের শহীদদের চেতনা ধারণ করে দেশের মানুষের জন্য রাজনীতি করবে।

আমরা সমাজে ন্যায়ভিত্তিক সুষম বণ্টন চাই। বুর্জোয়া ও আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে আমরা, গণমানুষের পক্ষে আমরা।তিনি আরও বলেন, এনসিপি নির্বাচনী কার্যক্রম রাষ্ট্রের নিয়মের মধ্যেই

পরিচালনা করবে। অনৈতিক টাকার ছড়াছড়ি ও কোটি টাকা ব্যয়ের নির্বাচনী সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করাই তাঁদের লক্ষ্য।পুরোনো বন্দোবস্ত রাজনীতির বিদায় ঘটিয়ে নতুন ধারার রাজনীতি এনসিপির হাত ধরেই শুরু হয়েছে বলেন তিনি।

তাঁর বক্তৃতায় ইনকিলাব মঞ্চের ওসমান শরিফ হাদীর জুলাই আন্দোলনে অবদানের কথা তুলে ধরে প্রধান বক্তা বলেন, হাদি আমাদের ন্যায়ের বিপ্লবের প্রতীক।

তিনি মহান রবের কাছে হাদীর সুস্থতা কামনা করেন এবং ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

দোয়া অনুষ্ঠানের সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মামুন নায়েক বলেন, আমরা সকল দলমত, রীতি-নীতি, ঐতিহ্য ও ইতিহাসকে ধারণ করে এগুতে চাই।আমরা এনসিপি রাজনীতি করলেও প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেছি।

তিনি আরও বলেন,ওসমান হাদি এনসিপির রাজনীতি করেন না, কিন্তু তিনি দেশকে ধারণ করেন।তাই তাঁর জন্য আমাদের দোয়া।১৯৭১ সালে ১৬ ডিসেম্বর আমাদের বিজয়,আমাদের দেশের জন্ম, লক্ষ শহীদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব।

তিনি আরোও বলেন,ভিপি নুর আক্রান্ত হলে আমরা রাজপথে প্রতিবাদ করেছি, কারণ তিনি জুলাইয়ের অগ্রণী সৈনিক। আজকের অনুষ্ঠানের প্রসঙ্গে বলেন,আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু কাউকে

টাকা বা গাড়ি ভাড়া দিয়ে এ অনুষ্ঠানে আনা হয়নি। যারা এসেছেন, তাঁদের নিয়েই আমরা সামনের পথ চলবো।আমরা নতুন সিস্টেম তৈরি করতে এসেছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শাপলা কলি প্রতীক

ইতোমধ্যে অলি গলিতে ছড়িয়ে পড়েছে, নতুন বাংলাদেশ ও নতুন রাজনীতি গড়ার প্রত্যয়ে এনসিপি এগিয়ে যাচ্ছে। বক্তব্যের শেষে দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।শেষপর্বে মোনাজাতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত, ওসমান শরিফ হাদীর দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানের আগে সকালে নির্বাচনীর কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী–৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট হুমায়রা নূর আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন।

কর্মসূচির শুরুতে তিনি প্রয়াত বর্ষীয়ান নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারত করেন।পরে তিনি কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।দিনের কর্মসূচির শেষ পর্বে বসুরহাট বাজারের প্রধান সড়কে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।

এ সময় তিনি শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান।আরও উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (নোয়াখালী জেলা)।নুরুল আফছার,

সংগঠক, কোম্পানীগঞ্জ এনসিপি। ফাহমিদুল ইসলাম মাহিন, সংগঠক, জাতীয় যুব শক্তি (নোয়াখালী জেলা)সহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শহীদদের স্মরণ,ওসমান শরিফ হাদীর সুস্থতা কামনা এবং নতুন ধারার রাজনীতির প্রত্যয়ে বসুরহাটের এই কর্মসূচি স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিল

গণমানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারই এনসিপির পথচলা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.