ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'পশ্চিমা শক্তির কাছে খোমেনীর ইরান মাথা নত করেনি করবে না' দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণ: জুলাইয়ের আকাঙ্ক্ষা রাজনৈতিক ফিলোসফি ও সংঘটনের অভ্যন্তরীণ আদর্শিক অবকাঠামো পরিবর্তন : 'সাদা অ্যাপ্রনের নীরব আলো' 'আলোর পথে চিকিৎসক ফরিদুল ইসলামের জীবনযাত্রা' 'শতবর্ষী তাকিয়া জামে মসজিদের নিচ তলায় মার্কেট নির্মানের চেষ্টা' দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬: জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল: নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ : গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরনীয়' কোম্পানীগঞ্জে মোঃ ফখরুল ইসলাম :

বসুরহাট–মাইজদী রুটে বাস চাই ! জনদুর্ভোগে ফুঁসে উঠছে কোম্পানীগঞ্জবাসী।

বসুরহাট–মাইজদী রুটে বাস চাই !  জনদুর্ভোগে ফুঁসে উঠছে কোম্পানীগঞ্জবাসী।

মামুন নায়েক (কোম্পানিগঞ্জ) নোয়াখালী হতেঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি বসুরহাট থেকে মাইজদী পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু করা।জেলা শহর মাইজদী থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কোম্পানীগঞ্জ উপজেলা, যার জনসংখ্যা প্রায় আড়াই লক্ষাধিক। কিন্তু আশ্চর্যের বিষয়, আজও এই রুটে কোনো সরাসরি বাস চলাচল নেই। ফলে প্রতিদিন হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।যাতায়াতের দুর্ভোগে জনজীবন অচল

যারা মাইজদী যেতে চান, তাদের সিএনজি ভাড়া দিতে হয় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। আবার ভেঙে ভেঙে গেলে খরচ বেড়ে দাঁড়ায় আরও বেশি। অথচ বসুরহাট থেকে ফেনী পর্যন্ত প্রায় সমান দূরত্বে একজন যাএীর বাস ভাড়া মাএ ৩৫ টাকা।এ অবস্থায় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন ফেনীতে ৩৫ টাকা ভাড়ায় যাওয়া যায়, অথচ নিজের জেলা শহরে যেতে এত কষ্ট

কেন? শিক্ষার্থীদের চরম ভোগান্তি প্রতিদিন শত শত শিক্ষার্থী বসুরহাট থেকে মাইজদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন, কবিরহাট সরকারি কলেজ, কবিরহাট আলিম মাদ্রাসা, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী মডেল কলেজ, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU), সোনাপুর কলেজ ও নোয়াখালী মহিলা কলেজসহ আরও বহু প্রতিষ্ঠান মাইজদীমুখী।এই শিক্ষার্থীরা প্রতিদিন সময়, অর্থ ও ঝুঁকির ত্রিমুখী ভোগান্তিতে পড়ছেন।রোগী ও সাধারণ মানুষের দুর্দশা, জেলা সদর হাসপাতাল, আদালত, ডিবি অফিস, কোর্ট-কাচারি সবই মাইজদীতে, বসুরহাট থেকে প্রতিদিন অসংখ্য রোগী সদর হাসপাতালে রেফার হয়। কিন্তু সরাসরি বাস সার্ভিস না থাকায় রোগী পরিবহনে ঝুঁকি ও ভোগান্তি দুই-ই বাড়ছে।সাম্প্রতিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসছে কোম্পানিগঞ্জ বাসীর। গত ৫ নভেম্বর বসুরহাট কবিরহাট সড়কে এক ভয়াবহ ট্রাক–সিএনজি সংঘর্ষে ৬ জন যাত্রী নিহত হন।দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে ডিভাইডারবিহীন সড়কে ছোট সিএনজি গাড়ি দিয়ে এত দূর যাত্রা কতটা নিরাপদ?সড়কটি বাস চলাচলের উপযোগী হলেও কোনো অজ্ঞাত কারণে বাস নামানো হচ্ছে না। স্থানীয়রা বলছেন, হয়তো কোনো গোপন সিন্ডিকেট বা বাস মালিকদের স্বার্থের কারণে এই রুটে বাস বন্ধ আছে।জনগণের প্রশ্ন ও দাবি কোম্পানীগঞ্জবাসী বলছেন,আমরা সার্বিকভাবে উন্নয়ন ও সেবায় এগিয়ে, কিন্তু এই একটি খাতে পিছিয়ে আছি। এটা কোনো অনুরোধ নয়, আমাদের অধিকার।তারা দাবি তুলছেন সকল সিন্ডিকেট ভেঙে, বসুরহাট–মাইজদী রুটে দ্রুত সরকারি বা বেসরকারি বাস সার্ভিস চালু করতে হবে।”

সমাজের সকল স্তরের মানুষ একসাথে বলছেন:

বসুরহাট টু মাইজদী বাস চাই!বাস সেবা দিতে হবে, বাস দিতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা জরুরি জনগণের এই যৌক্তিক দাবিকে বাস্তবে রূপ দিতে না পারলে, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান—সবখানেই ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানীগঞ্জের মানুষ।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.