দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণ:
দাগনভূঞা প্রতিনিধি:
নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার ১২ জানুয়ারি দাগনভূঞা উপজেলা শাখার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফজলুল আজিম নোমান। উপজেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আল তাহের, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেন, বন্ধুর বন্ধন বাংলাদেশ দাগনভূঞা শাখার সভাপতি গোলাম রসুল মেনন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, সদস্য ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী, সদস্য জহির এবং সাউথ আফ্রিকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আফ্রিকা সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভবিষ্যতেও নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment