ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'পশ্চিমা শক্তির কাছে খোমেনীর ইরান মাথা নত করেনি করবে না' দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণ: জুলাইয়ের আকাঙ্ক্ষা রাজনৈতিক ফিলোসফি ও সংঘটনের অভ্যন্তরীণ আদর্শিক অবকাঠামো পরিবর্তন : 'সাদা অ্যাপ্রনের নীরব আলো' 'আলোর পথে চিকিৎসক ফরিদুল ইসলামের জীবনযাত্রা' 'শতবর্ষী তাকিয়া জামে মসজিদের নিচ তলায় মার্কেট নির্মানের চেষ্টা' দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬: জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল: নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ : গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরনীয়' কোম্পানীগঞ্জে মোঃ ফখরুল ইসলাম :

কোম্পানিগঞ্জে পল্লী বিদ্যুতের সেবার নামে ভোগান্তিঃ

কোম্পানিগঞ্জে পল্লী বিদ্যুতের সেবার নামে ভোগান্তিঃ

স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার জনগন পল্লী বিদ্যুৎ এর সেবার পরিবর্তে দীর্ঘদিন ধরে ভোগান্তি, হয়রানি, লোডশেডিং এ অতিষ্ঠ। গ্রীস্ম,বর্ষা, এমন কি শীতেও, বর্তমান সময়ে সকাল-সন্ধ্যা, রাতে ও নিশিকালে লোডশেডিং হচ্ছে, বিষয়টি মানুষের মনের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও জাতীয় পএিকায় ও অনলাইন পোর্টালে গণমাধ্যমকর্মীরা বার বার নিউজ করেও সুফলবয়ে আনতে পারেনি।স্থানীয় ভুক্তভোগীরা বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের এটা এক ধরনের কৃএিম কারসাজি, চলমান লোডশেডিং সমস্যা সমাধানে স্থায়ী কোনো সমাধান না হওয়ায় জনমনে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেছে কোম্পানীগঞ্জবাসী। বিগত দিনে কয়েকবার পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান, অভিযোগ কেন্দ্রে বার বার ফোন, এজিএম কার্যালয়ে আপওি অভিযোগ, কিছুতেই সমস্যা সমাধান হচ্ছেনা, দিন দিন প্রতিষ্ঠানটির খামখেয়ালিপনা বেড়েই চলছে। সংসদীয় আসন কোম্পানীগঞ্জ ভিআইপি খ্যাত হলেও, কোম্পানীগঞ্জবাসী এ সেক্টেরের সেবায় পাচ্ছে না। পল্লী বিদ্যুৎ অফিসের সেবা ভোগান্তী। পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠানটি তামাশা করেই যাচ্ছে, বিষয়টি গভীর উদ্বেগ সৃষ্টি করে ও জনমনে রসহ্যময় করে তোলে , পল্লী বিদ্যুৎ কোম্পানির

এরকম সেবা কাম্য নয়। এদের সেবার নামে বিদ্যুৎ বিলের অসামঞ্জসতা, বিলের কাগজে পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠানের বিভিন্ন ভাবে টাকা কর্তন, গ্রাহক হয়রানি, সেবা নয়,শুধু লাভ করা ব্যবসা পলিসি নীতি গ্রহন, বিষটি জনতাকে ভাবিয়ে তুলেছে। এক কথায় পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠানের নিকট কোম্পানীগঞ্জবাসী কি জিম্মি ? কোম্পানিগঞ্জবাসীর প্রানের দাবী বিষয়টি সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করছে কোম্পানীগঞ্জের জনসাধারণ ।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.