ঢাকা    ,
Breaking News: বিএনপি’র মনোনয়ন ,৬৩ আসন নিয়ে কৌতূহল বসুরহাট–মাইজদী রুটে বাস চাই ! জনদুর্ভোগে ফুঁসে উঠছে কোম্পানীগঞ্জবাসী। কোম্পানিগঞ্জে পল্লী বিদ্যুতের সেবার নামে ভোগান্তিঃ বেগমগঞ্জে ভেঙ্গে পড়া ব্রিজ দিয়ে চলাচল ঝুঁকিপূর্ন এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধিঃ ।।গণতন্ত্র না প্রহসন: বাংলাদেশের ৫৪ বছরের রাষ্ট্র ব্যবস্থার বাস্তব চিত্র ও ইসলামী শাসন বিকল্প ভাবনা।। “নদীর কান্না, মানুষের ব্যথা — চরপার্বতীর অন্তহীন সংগ্রাম” নোয়াখালীর আলোচিত আসন-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) বিএনপির প্রার্থী "আলহাজ্ব ফখরুল ইসলাম" — কর্মী মহলে আনন্দের জোয়ার। খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলিতে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ৩ জনগণ বিচার করবে ১৪ বছরে আ. লীগ কী দিয়েছে : প্রধানমন্ত্রী সুস্থ থাকতে নিশ্বাসের কোন ব্যায়ামগুলো করতে পারেন

কোম্পানিগঞ্জে পল্লী বিদ্যুতের সেবার নামে ভোগান্তিঃ

স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার জনগন পল্লী বিদ্যুৎ এর সেবার পরিবর্তে দীর্ঘদিন ধরে ভোগান্তি, হয়রানি, লোডশেডিং এ অতিষ্ঠ। গ্রীস্ম,বর্ষা, এমন কি শীতেও, বর্তমান সময়ে সকাল-সন্ধ্যা, রাতে ও নিশিকালে লোডশেডিং হচ্ছে, বিষয়টি মানুষের মনের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও জাতীয় পএিকায় ও অনলাইন পোর্টালে গণমাধ্যমকর্মীরা বার বার নিউজ করেও সুফলবয়ে আনতে পারেনি।স্থানীয় ভুক্তভোগীরা বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের এটা এক ধরনের কৃএিম কারসাজি, চলমান লোডশেডিং সমস্যা সমাধানে স্থায়ী কোনো সমাধান না হওয়ায় জনমনে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেছে কোম্পানীগঞ্জবাসী। বিগত দিনে কয়েকবার পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান, অভিযোগ কেন্দ্রে বার বার ফোন, এজিএম কার্যালয়ে আপওি অভিযোগ, কিছুতেই সমস্যা সমাধান হচ্ছেনা, দিন দিন প্রতিষ্ঠানটির খামখেয়ালিপনা বেড়েই চলছে। সংসদীয় আসন কোম্পানীগঞ্জ ভিআইপি খ্যাত হলেও, কোম্পানীগঞ্জবাসী এ সেক্টেরের সেবায় পাচ্ছে না। পল্লী বিদ্যুৎ অফিসের সেবা ভোগান্তী। পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠানটি তামাশা করেই যাচ্ছে, বিষয়টি গভীর উদ্বেগ সৃষ্টি করে ও জনমনে রসহ্যময় করে তোলে , পল্লী বিদ্যুৎ কোম্পানির

এরকম সেবা কাম্য নয়। এদের সেবার নামে বিদ্যুৎ বিলের অসামঞ্জসতা, বিলের কাগজে পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠানের বিভিন্ন ভাবে টাকা কর্তন, গ্রাহক হয়রানি, সেবা নয়,শুধু লাভ করা ব্যবসা পলিসি নীতি গ্রহন, বিষটি জনতাকে ভাবিয়ে তুলেছে। এক কথায় পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠানের নিকট কোম্পানীগঞ্জবাসী কি জিম্মি ? কোম্পানিগঞ্জবাসীর প্রানের দাবী বিষয়টি সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করছে কোম্পানীগঞ্জের জনসাধারণ ।

Advertisement
লাইভ টিভী

লাইভ টিভি কনফিগার করা হয়নি

অ্যাডমিন প্যানেলে গিয়ে সেটিংস থেকে লাইভ টিভি সেটআপ করুন
পুরাতন সংবাদ