ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'পশ্চিমা শক্তির কাছে খোমেনীর ইরান মাথা নত করেনি করবে না' দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণ: জুলাইয়ের আকাঙ্ক্ষা রাজনৈতিক ফিলোসফি ও সংঘটনের অভ্যন্তরীণ আদর্শিক অবকাঠামো পরিবর্তন : 'সাদা অ্যাপ্রনের নীরব আলো' 'আলোর পথে চিকিৎসক ফরিদুল ইসলামের জীবনযাত্রা' 'শতবর্ষী তাকিয়া জামে মসজিদের নিচ তলায় মার্কেট নির্মানের চেষ্টা' দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬: জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল: নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ : গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরনীয়' কোম্পানীগঞ্জে মোঃ ফখরুল ইসলাম :

রসনা তৃপ্তির নতুন ঠিকানা বসুরহাটে “মেজবান ক্যাফে ফিশ এন্ড পার্টি সেন্টার” এর শুভ উদ্বোধন :

রসনা তৃপ্তির নতুন ঠিকানা বসুরহাটে “মেজবান ক্যাফে ফিশ এন্ড পার্টি সেন্টার” এর শুভ উদ্বোধন :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে রসনা বিলাসীদের জন্য এক নতুন আড্ডাস্থল ও ভোজন স্বর্গের যাত্রা শুরু হলো। ৮ নভেম্বর রবিবার, বসুরহাট সিটি হাসপাতালের দক্ষিণ পাশে,

খাঁন সাহেবের বাড়ির দরজায়, হাসপাতাল রোডে,

মোঃ আনোয়ার হোসেনের মালিকানায় শুভ উদ্বোধন হলো “মেজবান ক্যাফে ফিশ এন্ড পার্টি সেন্টার” উদ্বোধনের দিন থেকেই ঘোষণা করা হয়েছে “মেজবান খাইলে আইয়ো!”

খাদ্য রসিকদের জন্য এটি কেবল একটি রেস্টুরেন্ট নয়, বরং এটি এক ঘরোয়া আয়োজনের স্বাদে ভরপুর আয়োজন।

এখানে প্রতিদিন পরিবেশন করা হয় খাঁটি সরিষার তেলে রান্না করা খাবার,

যা সম্পূর্ণ ন্যাচারাল ও বিশুদ্ধভাবে প্রস্তুত করা হয় দক্ষ শেফ ও অভিজ্ঞ স্টুয়ার্ডদের তত্ত্বাবধানে।

মেনু ও প্যাকেজ অফার:

মাত্র ২৫০ টাকায় অতিথিরা উপভোগ করতে পারবেন এক অনন্য মেজবান আয়োজন:

চিকন ভাত, কলই ডাল, সব্জি ও সালাদ আনলিমিটেড পরিমাণে, সঙ্গে গরুর গোশত, পায়েস ও পান সীমিত পরিমাণে পরিবেশন করা হবে।

এছাড়াও পার্সেল সার্ভিসের সুবিধা রয়েছে,গরুর গোশত প্রতি কেজি ১২০০ টাকা, সব্জি ২৫০, কলই ডাল ১০০, পায়েস ৩০০, চিকন ভাত ১৫০, সালাদ ১০০ টাকায় পাওয়া যাবে।

খাবারের পাশাপাশি রয়েছে জুস বার,বোরহানী, দই চিড়া ও ফালুদার বিশেষ আয়োজন। সবকিছুই পরিবেশন করা হবে আকর্ষণীয় ফার্নিচারে, নিরিবিলি পরিবেশে এবং জেনারেটর সুবিধাসহ।

বিশেষ করে মহিলাদের জন্য রয়েছে আলাদা বসার জায়গা ও ওয়াশরুমের ব্যবস্থা।

আয়োজনে বহুমুখী সুযোগ:

বিয়ে, জন্মদিন, পর্দ, কিংবা যে কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের জন্য মেজবান ক্যাফে গ্রহণ করছে বিশেষ অর্ডার। রয়েছে মাটির বাসনে খাবার পরিবেশনের সুন্নতি পরিবেশ।

যা খাবারের স্বাদকে এনে দেয় ঐতিহ্যের ছোঁয়া ও এক অনন্য অভিজ্ঞতা।

মালিক মোঃ আনোয়ার হোসেন জানান, আমরা চাই বসুরহাট ও আশপাশের মানুষ যেন ঘরোয়া, খাঁটি ও সুস্বাদু খাবারের স্বাদ পান, এবং পরিবারসহ নিশ্চিন্তে এক সুন্দর পরিবেশে খাবার উপভোগ করতে পারেন।

বসুরহাটবাসীর জন্য এটি নিঃসন্দেহে এক নতুন রসনা-বিলাসের দিগন্ত উন্মোচন করেছে।

সার্বিক যোগাযোগ:

মোবাইল নাম্বার: ০১৭৫১-৯৭২৯৮৬

মেজবান ক্যাফে ফিশ এন্ড পার্টি সেন্টার

খাঁটি স্বাদের প্রতিশ্রুতি, প্রতিদিনের উৎসব।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.