ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'পশ্চিমা শক্তির কাছে খোমেনীর ইরান মাথা নত করেনি করবে না' দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণ: জুলাইয়ের আকাঙ্ক্ষা রাজনৈতিক ফিলোসফি ও সংঘটনের অভ্যন্তরীণ আদর্শিক অবকাঠামো পরিবর্তন : 'সাদা অ্যাপ্রনের নীরব আলো' 'আলোর পথে চিকিৎসক ফরিদুল ইসলামের জীবনযাত্রা' 'শতবর্ষী তাকিয়া জামে মসজিদের নিচ তলায় মার্কেট নির্মানের চেষ্টা' দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬: জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল: নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ : গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরনীয়' কোম্পানীগঞ্জে মোঃ ফখরুল ইসলাম :

উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা: অংশ গ্রহনে ৮৫০০ শিক্ষার্থী, মেধার আলোয় আলোকিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ।

উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা: অংশ গ্রহনে ৮৫০০ শিক্ষার্থী, মেধার আলোয় আলোকিত  নোয়াখালীর কোম্পানীগঞ্জ।

উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা: অংশ গ্রহনে ৮৬০০ শিক্ষার্থী, মেধার আলোয় আলোকিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ।

মোঃ আল এমরান:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে “উদয় এইড ফাউন্ডেশন”-এর আয়োজনে ব্যতিক্রমধর্মী বৃত্তি পরীক্ষা। শিক্ষার আলো ও মেধা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই পরীক্ষা ইতোমধ্যে শিক্ষাঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ, কবিরহাট, ও ফেনীর দাগনভূইয়া—এই তিনটি উপজেলার মোট ১০টি কেন্দ্রে একযোগে চলেছে পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় ৮,৬০০ শিক্ষার্থী, কোম্পানীগঞ্জে ৫ টি কেন্দ্রে ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০৭৭ জন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। কবিরহাটে ৪টি ও দাগনভূইয়ায় ১টি কেন্দ্রে বাকি শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছে এক অনন্য শিক্ষামেলা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, অ্যাডভোকেট মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। দীর্ঘ দুই মাসের পরিকল্পনার পর তিনি বসুরহাটে শিক্ষক সমাজের সঙ্গে পরামর্শ করে এই পরীক্ষার কাঠামো তৈরি করেন। তাঁর নেতৃত্বে প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র ব্যবস্থাপনা এবং মূল্যায়ন পদ্ধতিতে আনা হয়েছে আধুনিক পদ্ধতির ছোঁয়া।

মেধার বিকাশে সাহসীদের উৎসব

এই বৃত্তি পরীক্ষার মূল প্রতিপাদ্য—

“ভাগ্যের দিকে বসে থাকা কাপুরুষের কাজ, আর পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলানো সাহসিদের চিহ্ন।”

এ যেন শুধু একটি পরীক্ষা নয়, বরং আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের প্রতীক। “জ্ঞান চরিত্র করবে জয়, মোরা হবে বিশ্বময়”—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে ছোট-বড় শিক্ষার্থীরা অংশ নিচ্ছে মেধার এক মহাযজ্ঞে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এমসিকিউ ভিত্তিক প্রশ্নপত্রে ওএমআর পদ্ধতিতে ফলাফল নির্ধারণ করা হবে। পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণ সংক্রান্ত তথ্য পরে জানানো হবে। পরীক্ষার দিন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিটি কেন্দ্র হয়ে উঠেছে উৎসবমুখর।

বসুরহাট পৌরসভার মেয়র মাওলানা মোশারফ হোসেন বলেন,“প্রান্তিক জনপদের শিক্ষার্থীদের মেধা বিকাশের এ উদ্যোগ প্রশংসনীয়। এই বৃত্তি তাদের আত্মবিশ্বাস বাড়াবে, তারা ভবিষ্যতে দেশের গর্ব হয়ে উঠবে।”মানবসেবায় নিবেদিত এক আইনজীবী

অ্যাডভোকেট মামুনুর রশিদ কেবল একজন সুপ্রিম কোর্টের আইনজীবী নন, তিনি একজন সমাজসেবকও। গরিব, অনাথ, বিধবা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগেই “উদয় এইড ফাউন্ডেশন” আজ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে নোয়াখালীসহ আশপাশের অঞ্চলে।

এই বৃত্তি পরীক্ষা তারই ধারাবাহিক প্রয়াস—মেধার মূল্যায়ন, পরিশ্রমের স্বীকৃতি, এবং শিক্ষার প্রতি অনুপ্রেরণার এক বাস্তব রূপ। কোম্পানীগঞ্জ কলেজে ৪১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যা স্থানীয়ভাবে সর্বাধিক।

একটি বেসরকারি বৃত্তি পরীক্ষায় নতুন দিগন্ত

"উদয় এইড ফাউন্ডেশন"এই বৃত্তি পরীক্ষা নোয়াখালী ও আশপাশের অঞ্চলে শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি শুধু পরীক্ষার আয়োজন নয়—এটি মেধার উৎসব, সম্ভাবনার প্রতিশ্রুতি এবং তরুণ প্রজন্মের জন্য আত্মপ্রত্যয়ের এক পাঠ।

ফাউন্ডেশনের মূল বার্তা—

"উদয়ের ভুবনে তোমাকে স্বাগতম, যতই কঠিন পরিস্থিতি হোক, নিজের লক্ষ্য ভুলে যেও না।”

এই বার্তাই যেন আজ হাজারো শিক্ষার্থীর চোখে জ্বেলে দিয়েছে নতুন স্বপ্নের আলো—

“উদয়ের আলো ফুটে উঠুক তোমার প্রতিভায়।”

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.