আসন্ন ফেনী-৩ (২৬৭) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইনসানিয়াতের হাসান আহমেদ:
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন ফেনী-৩ (দাগনভূঞা- সোনাগাজী) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাসান আহমেদ।
রবিবার (২৮ডিসেম্বর) সকাল ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলার ডিসি জনাব মনিরা হক এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর সভাপতি আল্লামা গোলাম সরওয়ার, সহ-সভাপতি মোশাররফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম, জেলা নেতা সাইফুর রহমান আজাদ, মোহাম্মদ হোসেন, মিজানুর রহমান, আবদুল আউয়াল, ইমদাদ হোসেন সহ দলটির বিভিন্ন পর্যায়ের দাগনভুঞা-সোনাগাজীর নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাসান আহমদ দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে বলেন, সত্য সাধনায় বস্তুর উর্ধ্বে জীবনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে জীবন ও জ্ঞান- প্রজ্ঞার সঠিক সত্যমূখী ও পূর্ণাংগ বিকাশের শান্তিময়-নিরাপদ-জ্ঞানময় বিশ্ব পরিবেশ তৈরী এবং জীবনের মালিকানা-অধিকার-স্বাধীনতা সুরক্ষায় মানবতার কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক মানবতার কাঠার কর্তৃত্ব প্রতিষ্ঠা ও সকল প্রকার অপশক্তি থেকে মানবসত্তার সুরক্ষায় মুক্ত জীবন ও মুক্ত দুনিয়া গতিশীল রাখতে আমরা প্র-ি তজ্ঞাবদ্ধ।
তিনি আরো বলেন, স্রষ্টার ভালবাসায় সব মানুষের সেবা ও ভালবাসা, সব মানুষের সুরক্ষা ও কল্যাণ সাধন, মানবতা বিরুদ্ধ সব কিছুর প্রতিরোধ, সত্য সাধনা ও জ্ঞান বিজ্ঞানের প্রবাহে বাধামুক্ত পরিবেশ তৈরি করতে আমরা প্রস্তুত।
পরিশেষে তিনি আপেল প্রতিকে দাগনভুঞা সোনাগাজীর স্তরের জনগণের কাছে ভোট চান।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment