ঘোষবাগে মৎস্যজীবী দলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত:
"ঐক্যের ডাক নেতৃবৃন্দের"
নব জ্যোতি অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যেগে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৪ নং ঘোষবাগ ইউনিয়নের মৎসজীবি দলের আয়োজনে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ১৪ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে সংগঠনকে ঐক্যবদ্ধ ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা,সভায় প্রধান অতিথি ছিলেন কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য, আহবায়ক কমিটি নোয়াখালী জেলা বিএনপি এবং সাবেক আহবায়ক, কবিরহাট উপজেলা বিএনপি।
তিনি নবগঠিত কমিটিকে সংগঠনের শক্তি বৃদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে বলেন,দলকে সুসংগঠিত করতে সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য।
তিনি বলেন,দলীয় শৃঙ্খলা ও ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত অবস্থান।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচাই বাছাই করে যে মনোনয়ন দিয়েছেন, তা মেনে নিয়ে সবাইকে এক কাতারে কাজ করতে হবে।
বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে দলকে এগিয়ে নিতে আহবান জানান।
নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন।
ইউনিয়ন পর্যায়ে ঐক্য ধরে রেখে দলকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন বক্তারা।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,
মোঃ ইব্রাহিম খলিল পারভেজ, কবিরহাট উপজেলা মৎস্যজীবী দল। মোঃ হারুন অর রশিদ, সদস্য সচিব, কবিরহাট উপজেলা মৎস্যজীবী দল।
মোঃ নুর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক, কবিরহাট উপজেলা মৎস্যজীবী দল।
সভাপতিত্ব করেন বেলায়েত হোসেন পাবেল, আহবায়ক, ৪ নং ঘোষবাগ ইউনিয়ন মৎস্যজীবী দল।
সঞ্চালনায় ছিলেন পারভেজ খান, সদস্য সচিব, ৪ নং ঘোষবাগ ইউনিয়ন মৎস্যজীবী দল।
এছাড়াও উপস্থিত ছিলেন,
মোঃ আলতাফ হোসেন দুলাল, সাবেক সভাপতি , ৪ নং ঘোষবাগ ইউনিয়ন বিএনপি।
মোঃ আবু সুফিয়ান, সাবেক সভাপতি, ৪ নং ঘোষবাগ ইউনিয়ন বিএনপি।
মোঃ আব্দুর রহিম বাবর, সাবেক সাধারণ সম্পাদক, ৪ নং ঘোষবাগ ইউনিয়ন বিএনপি।
আবুল কাশেম মহরম আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, ৪ নং ঘোষবাগ ইউনিয়ন বিএনপি।
আবু বকর ছিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক, ৪ নং ঘোষবাগ ইউনিয়ন বিএনপি।
সভার সভাপতি বেলায়েত হোসেন পাবেল বলেন,নোয়াখালী-৫ আসনে ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, তবে দল প্রার্থী ঘোষণা করার পর সকল
ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে কাজ করবো। দলই সর্বোচ্চ ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।
সভা শেষে নবগঠিত আহবায়ক কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment