গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরনীয়' কোম্পানীগঞ্জে মোঃ ফখরুল ইসলাম :
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :
নোয়াখালী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মো: ফখরুল ইসলাম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত প্রতীক।
তার সাহসী ও আপসহীন নেতৃত্ব ছাড়া এ দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হতো না।শুক্রবার ২ জানুয়ারি বিকেলে নোয়াখালী-৫ আসনের অশ্বদিয়া ইউনিয়নের মৌলভী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ ফখরুল ইসলাম বলেন,শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া।কঠিন সময়েও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনেন।এ কারণেই তিনি গণতন্ত্রের মূর্ত প্রতীক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি আরও বলেন, তিনি ছিলেন আমাদের নেত্রী, আমাদের মা। আজ তিনি আমাদের মাঝে নেই, তবে রেখে গেছেন তার আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আমরা তার দেখানো পথে জনকল্যাণে কাজ করে যাবো, যেন তার আমলনামায় পরকালেও সওয়াব যুক্ত হয়।
বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকবো এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো।
অনুষ্ঠানে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মোঃনতানসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল ফারুক, জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহিম মেম্বার, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সায়েম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment