ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'পশ্চিমা শক্তির কাছে খোমেনীর ইরান মাথা নত করেনি করবে না' দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণ: জুলাইয়ের আকাঙ্ক্ষা রাজনৈতিক ফিলোসফি ও সংঘটনের অভ্যন্তরীণ আদর্শিক অবকাঠামো পরিবর্তন : 'সাদা অ্যাপ্রনের নীরব আলো' 'আলোর পথে চিকিৎসক ফরিদুল ইসলামের জীবনযাত্রা' 'শতবর্ষী তাকিয়া জামে মসজিদের নিচ তলায় মার্কেট নির্মানের চেষ্টা' দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬: জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল: নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ : গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরনীয়' কোম্পানীগঞ্জে মোঃ ফখরুল ইসলাম :

'জুলাই হত্যা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মোঃ ফখরুল ইসলাম'

'জুলাই হত্যা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মোঃ ফখরুল ইসলাম'

'জুলাই হত্যা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন

মোঃ ফখরুল ইসলাম'

নোয়াখালী-৫ আসনে বিজয়ে আশাবাদী বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া আলোচিত জুলাই হত্যাকাণ্ডের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও নোয়াখালী সদর উপজেলার আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: ফখরুল ইসলাম।

আদালতের এই আদেশকে ন্যায় বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার তদন্ত প্রতিবেদন

পর্যালোচনা শেষে মো. ফখরুল ইসলামকে সাময়িক অব্যাহতি প্রদান করেন। আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. উবাইদুল করিম আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলার (মামলা নম্বর–৫৮) তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আদেশের অনুলিপিও সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহ করা হয়েছে।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, আসামি মো. ফখরুল ইসলাম একজন বিএনপি সমর্থিত রাজনীতিবিদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। তদন্তে দেখা গেছে, ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে তদন্ত কর্মকর্তার দাখিলকৃত সাময়িক অব্যাহতি প্রতিবেদন আদালত গ্রহণ করে তাকে মামলার দায় থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেন।

মামলার বিবরণ অনুযায়ী, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মো. হেলাল উদ্দিনের ছেলে মো. সোহানুর রহমান সিফাত বাদী হয়ে ৩৭৯ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দিলে মোহাম্মদপুর থানায় মামলাটি নথিভুক্ত হয়।

মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিতে নিহত হন জুলাই যোদ্ধা আলমগীর শেখ। ওই মামলায় মো. ফখরুল ইসলামকে ২৯৭ নম্বর আসামি করা হয়। মামলার প্রধান আসামি করা হয় নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনাকে এবং দ্বিতীয় আসামি করা হয় একই দলের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।

মো. ফখরুল ইসলামকে হত্যা মামলায় আসামি করার ঘটনায় এর আগে নোয়াখালী-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নোয়াখালী জেলা বিএনপি।

আদালতের আদেশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

তিনি আরও বলেন, মামলা দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। নোয়াখালী-৫ আসনে ধানের শীষের সম্ভাব্য বিজয় ঠেকাতে পর্দার আড়ালে নানা অপতৎপরতা চলছে। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মো. ফখরুল ইসলাম দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেয়াজপুর এলাকার ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান এবং বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

উল্লেখ্য, মো. ফখরুল ইসলাম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আহম্মদ উল্যাহর ছেলে। তিনি ফারইস্ট ইসলাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মেট্রো হোমস লিমিটেডের চেয়ারম্যান। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি একজন পরিচিত জুলাইযোদ্ধা হিসেবেও পরিচিত।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.