কবিরহাট উপজেলায় বিএনপির আয়োজনে ফখরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত :
ইদ্রিস হাসান, কবিরহাট,নোয়াখালী।
নব জ্যোতি অনলাইন ডেস্ক:
নোয়াখালী- ৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম এর সমর্থনে কবিরহাট উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে একটি বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর বিকেল ৪টায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে এই সমাবেশে হাজারো নেতা-কর্মী ও স্থানীয় জনতার ঢল নামে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
সভায় সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন।
এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন,এই অঞ্চলে অতীত সরকারের সময়ে রাজনৈতিক হয়রানি, সন্ত্রাস ও বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ভুলি নাই।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে নোয়াখালীর জেলা বিএনপির নেতারা বলেন, বিএনপির কিছু ব্যক্তি এখনো দলের মতের বিরুদ্ধে জনগণকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে।
বক্তারা সবাইকে ফখরুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো এক হয়ে কাজ করতে হবে।
একটি দলের প্রসঙ্গে উল্লেখ করে বক্তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিভ্রান্তি জণগণকে বিশ্বাস করা যাবে না। জনগন ভালো মন্দ বোঝে।
বিএনপিতে যারা দলের বিরুদ্ধে যাবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, বলেন বক্তারা।
প্রধান অতিথি মাহবুব আলমগীর আলো বলেন,বিগত আওয়ামী লীগের আমলের আমাদের নেতা মওদুদ আহমদ কে ভোট দিতে দেয় নাই,
নোয়াখালীতে রাজনৈতিক কার্যক্রমও করতে দেয় নাই এসব আমরা ভুলে যাইনি। আমরা বহু দলীয় গণতন্ত্রের বিশ্বাসী দল। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
তিনি আরো বলেন,
তারেক রহমান ২৩৭ আসন দিয়ে যে কারিশমা দেখিয়েছেন, তাতে বিএনপি আগের চেয়ে ঐক্যবদ্ধ হয়েছে।
বিএনপির মনোনীত প্রার্থী মেট্রো হোমসের মালিক,আল হাজ্ব ফখরুল ইসলাম বলেন,খালেদা জিয়া, তারেক রহমান ও মওদুদ আহমদের আদর্শকে ধারণ করে আমি জনগণের সেবা করার ওয়াদা করছি।
এই আসনে অনেকেই নমিনেশনের প্রত্যাশী ছিলেন, সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়, তবে দল মূল্যায়ন করতে জানে, সুযোগ হলে সবাই সম্মানিত হবেন।
তিনি আরও বলেন, ঐক্যই পারে আমাদের জয় এনে দিতে। ভোটের মাধ্যমেই প্রতিহত করতে হবে আওয়ামী লীগের রাজনীতির অন্যায় আচরণ। তরুনদের উদ্দেশ্য বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।
আওয়ামীলীগের সমালোচনা করে বলেন, ঘরে ঘরে চাকুরির বদলে মামলা দিয়েছে। বিএনপি যোগ্যতার ভিত্তিতে চাকরি দিবে।
এলাকার অসমাজিক কার্যক্রম প্রসঙ্গে বলেন, এখানে কোনো মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং বা জমি দখলকারী থাকবে না এবং মওদুদ আহমদের অসমাপ্ত উন্নয়ন কাজ ধারাবাহিকতায় সম্পন্ন করতে হবে।
তিনি সমাবেশে আগত সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি।
নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. এবিএম জাকারিয়া।
সৌদি আরব জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত।
জেলা বিএনপির সদস্য সহিদুল ইসলাম কিরন।
জেলা বিএনপির সদস্য এড. আব্দুল হক।
জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহীন
জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রবিউল হাসান পলাশ।
সভায় সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন।
সমাবেশে নেতারা বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম কে দাড় করিয়ে, নির্বাচনকে সামনে রেখে কবিরহাটে ধানের শীষের পক্ষে গণজোয়ার,
তৈরির ঘোষণা দেন এবং সকল দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলার বিএনপির নের্তৃবৃন্দ।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment