স্নিগ্ধ সকালে সোনালী রোদে আজ ১০ নভেম্বর সোমবার সকাল ১১টায় নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মো. ফখরুল ইসলাম কবিরহাটের উদ্দেশ্যে জনসংযোগে বের হন।
তিনি কবিরহাট উপজেলার নেওয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। এতে বিপুল সংখ্যক মোটরসাইকেল ও গাড়িবহর তার সঙ্গে ছিল, সামনে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা ধানের শীষের জয়ধ্বনিতে মুখরিত করে তোলে কবিরহাটের সড়ক।
জনসংযোগকালে ভুইয়ারহাট, দিনমনি বাজার ও আশপাশের দোকানে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী ফখরুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাকে ফুল ও শুভেচ্ছায় বরণ করেন।
অশ্বদিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন,
“যোগ্যতা থাকলে চাকরি হবে, কোনো টাকা লাগবে না। সমাজে রংবাজি, চাঁদাবাজি বা অন্যায় চলবে না। প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এই এলাকার জন্য দীর্ঘদিন কাজ করেছেন,আমি তার উন্নয়নের ধারা বজায় রাখব।”
তিনি আরও বলেন,
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজও গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়ছেন। ১৭ বছর ফ্যাসিবাদের পর আজ আমরা উন্মুক্তভাবে মাঠে নামতে পেরেছি।
অশ্বদিয়ার দিনমনি বাজারে কর্মী সভায় বিএনপির স্থানীয় বক্তারা, বিএনপির প্রার্থী ফখরুল ইসলামের কাছে এলাকার কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমন এবং নিরাপদ সমাজ গঠনের প্রতিশ্রুতি চান।
এসময় ফখরুল ইসলাম বলেন,
জনগণের মতের বিরুদ্ধে আমরা কখনো যাব না। আমরা জেল-জুলুম, হত্যা-মামলার শিকার হয়েছি, তবুও জনগণের ভালোবাসার শক্তিতেই ভোট চাইব। মাদক ব্যবসা, সালিশ বাণিজ্য, দখলবাজি, আমার দলে চলবে না। আমার জন্য কেউ মাছ বা পেঁপে আনার দরকার নেই, আমি আপনাদের দোয়ার জন্য এসেছি।
তিনি আরও প্রতিশ্রুতি দেন,
এ অঞ্চলের সড়ক উন্নয়ন, আধুনিক হাসপাতাল নির্মাণ ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ নিশ্চিত করব।
সভা শেষে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা আবেদ ও প্রয়াত মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম মওদুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,
তারা আমাদের দলের নমিনেশন চেয়েছিলেন,কিন্তু তারা হয়তো নমিনেশান পাইনি, কিন্ত আমি তাদের সঙ্গে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেব। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে ওয়ার্ডে কেন্দ্র কমিটি করে, ঘরে ঘরে জনতার কাতারে গিয়ে নির্বাচনী প্রচারণার করার আহবান জানান।
দীর্ঘ জনসংযোগ শেষে তার গাড়িবহর দুপুরে জেলা শহর মাইজদীতে পৌঁছে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment