নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কোম্পানীগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ:
নবজ্যোতি অনলাইন রিপোর্ট ডেস্ক :
নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ
মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে বসুরহাট বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
প্রতিবাদ সভার শুরুতে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ। সমাবেশ পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল।
আদালত বরাতে জানা যায়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় , মামলা নং-৫৮/৯, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলাসহ মোট ৩০০ জনকে
আসামি করা হয়। ওই মামলায় মোহাম্মদ ফখরুল ইসলামকে ৩০০ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মো. আলমগীর শেখ নামের এক ব্যক্তি গুলিতে নিহত হন।এছাড়া চলতি বছরের ৩ আগস্ট দায়ের করা সি.আর মামলা নং-৯৩৫/২৫ আদালতের নির্দেশে এফ.আই.আর হিসেবে গ্রহণ করা হয়।
এসব মামলাকে কেন্দ্র করেই কোম্পানীগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম।
তিনি বলেন, ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার কারণেই ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্য
প্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে।
তিনি স্বৈরাচারের আমলে দুইবার কারাবরণ করেছেন।আজ তাকে স্বৈরাচারের দোসর বানানোর অপচেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে কোনো লাভ হবে না।বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নোয়াখালী-৫ আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন
বলেন, আজ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। জনগণের ভোটে আগামী নির্বাচনে আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, জেলা
ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত নোমান, একরামুল হক মিলন মেম্বার, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য আবু তোয়াহা, সাবেক সভাপতি
প্রফেসর আবুল বাসার, উপজেলা বিএনপির আহ্বায়ক সগীর, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা আজিজ আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে জানান নের্তৃবৃন্দ।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment