কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত :
নব জ্যোতি অনলাইন রিপোর্ট ডেস্ক:
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেতৃত্বের প্রতীক এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও
সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে এক হৃদয়স্পর্শী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার বিকেল
৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। শিক্ষক সমাজের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় গভীর আবেগময় ও আত্মিক পরিবেশে।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন যোগীদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হোসাইন আহম্মদ। মোনাজাত পরিচালনা করেন কবি জসিম উদ্দিন উচ্চ
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবংকোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান। তিনি মোনাজাতে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন,
সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আপোষহীন নেত্রী। দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং শিক্ষক সমাজের কল্যাণে তাঁর অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়।
তিনি মহান আল্লাহর কাছে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশ ও জাতির জন্য কল্যাণ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং হাজারীহাট বি.এম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শেখ সাদী ভুঁইয়া।
তিনি শিক্ষক সমাজের ঐক্য, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যান সমিতি লিমিটেডের সাবেক সভাপতি
মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব আহমদ উল্লাহ, কোম্পানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি লিমিটেডের সভাপতি জনাব ফরিদ উদ্দিন রাসেদ, কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক শহিদউল্লাহ,
আছিয়া কারম্যান গার্লস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন।উপস্থিত ছিলেন চৌধুরীহাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক বিএসসি, মেহেরুনেছা উচ্চ বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাখাওয়াত হোসেন, চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাবা বেগম তাসলিমা আবেদা, এবং
ভি.ভি.টি.সি টেকনিক্যাল স্কুলের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ তরিকুল ইসলাম।এ ছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলে।
মিলাদ ও দোয়ায় শিক্ষক সমাজ বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধের অগ্রগতি এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের অব্যাহত ধারা কামনা করেন।বিকেলে শান্ত ও পবিত্র পরিবেশে দোয়া মাহফিল সমাপ্ত হয়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment