কোম্পানীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শিক্ষক সমাজের সৌজন্য সাক্ষাৎ:
শিক্ষার উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকারে শিক্ষক সমিতির আন্তরিক অভ্যর্থনা :
নব জ্যোতি অনলাইন রিপোর্ট ডেস্ক:
কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাসুদুর রহমান এর সাথে তাঁর কার্যালয়ে ৭ ডিসেম্বর রবিবার
বিকেল ৪ টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত এই সাক্ষাৎ পর্বে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষক সমাজ।সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিতে ছিলেন,
জনাব শেখ সাদী ভুঁইয়া, সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, হাজারীহাট বিএম স্কুল অ্যান্ড কলেজ।
জনাব হারুন অর রশীদ, সিনিয়র শিক্ষক, কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা শিক্ষক সমিতি।
জনাব মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি ও সিনিয়র শিক্ষক, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়।
জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি ও সাবেক সভাপতি, বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি লিমিটেড।শিক্ষক,রংমালা আর্দশ উচ্চ বিদ্যালয়।
জনাব আহমদ উল্লাহ, অধ্যক্ষ, রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ।
জনাব,ফরিদ উদ্দিন রাসেদ, সভাপতি, কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতি লিমিটেড।
জনাব,শহিদউল্লাহ, সিনিয়র শিক্ষক, কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল।
জনাব খোকন, সিনিয়র শিক্ষক, আছিয়া কারমেন গার্লস উচ্চ বিদ্যালয়।
জনাব,আব্দুর রাজ্জাক বিএসসি, কার্যকরী সদস্য, উপজেলা শিক্ষক সমিতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চৌধুরীহাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়।
জনাব,মোঃ শাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়।
জনাবা বেগম তাসলিমা আবেদা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়।
জনাব,ইঞ্জিনিয়ার মোঃ তরিকুল ইসলাম, সুপারিন্টেন্ডেন্ট, ভি.ভি.টি.সি টেকনিক্যাল স্কুল।
এছাড়াও বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক,শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।পরিচয় পর্বে শিক্ষকরা নিজেদের কর্মপরিধি,
প্রতিষ্ঠান সংক্রান্ত অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
এরপর অনুষ্ঠিত হয় শিক্ষাখাতের উন্নয়ন, শিক্ষক শিক্ষার্থীর সার্বিক কল্যাণ এবং বিদ্যালয়ের পরিবেশগত মানোন্নয়ন নিয়ে বন্ধুসুলভ আলোচনা।
নবাগত (ইউএনও)মোঃ মাসুদুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষক সমাজের ঐক্য,শৃঙ্খলা ও দায়িত্ববোধকে প্রশংসা করে বলেন,শিক্ষকরা জাতি গঠনের কারিগর।
আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিকতা কোম্পানীগঞ্জের শিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।তিনি শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমে সর্বোচ্চ
সহযোগিতা এবং শিক্ষক সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।শিক্ষক সমাজ ও উপজেলা প্রশাসনের এই সৌহার্দ্যমূলক মতবিনিময়
কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে,এমন আশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকবৃন্দ।এটি ছিল সৌজন্য সাক্ষাৎ, আবারও সহযোগিতামূলক পথচলার অগ্রযাত্রার অঙ্গীকার।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment