শিক্ষা সাহিত্যের দীপ্ত সূচনা চরপার্বতী এস.সি উচ্চ বিদ্যালয়ের প্রথম ম্যাগাজিন ‘সূচনা’ প্রদান:
মেধা স্মৃতি ও প্রত্যাশার মিলন মেলায় শিক্ষাবিদ ও প্রবাসী সমাজসেবক মোহাম্মদ শাহ আলমকে ‘সূচনা’ উপহার।
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :
শিক্ষা ও সাহিত্যের যুগল অভিযাত্রায় এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করল চরপার্বতী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত স্কুল ম্যাগাজিন ‘সূচনা’
আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে বিদ্যালয়ের কৃতী সন্তান,১৯৭৫ ব্যাচের মেধাবী ছাত্র,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী, চরপার্বতী এস.সি উচ্চ বিদ্যালয় এডুকেশন অ্যাডভাইজরি কমিটির সম্মানিত সিনিয়র সদস্য এবং যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শাহ আলম-এর হাতে।
সোমবার ২৯ ডিসেম্বর দুপুর ১টা, বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক এডহক কমিটির সভাপতি অতিথির হাতে আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনটি তুলে দেন।
অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতি, শ্রদ্ধা ও প্রত্যাশার এক আবেগঘন মিলনমেলায়। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মামুনুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে মর্যাদায় অভিষিক্ত করেন।
ম্যাগাজিনটি গ্রহণ করে প্রতিক্রিয়ায় জনাব মোহাম্মদ শাহ আলম বলেন,এই ‘সূচনা’ শুধু একটি ম্যাগাজিন নয়,এটি আমাদের বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক মাইলফলক। শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা ও সৃজনশীলতার যে জানালা এটি খুলে দিয়েছে, তা আগামী দিনের আলোকিত পথ রচনা করবে।
তিনি এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকল শিক্ষক, সম্পাদকমণ্ডলী ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান। বিশেষ করে যারা নিরলস পরিশ্রম ও আন্তরিকতা দিয়ে ম্যাগাজিনটি প্রকাশে ভূমিকা রেখেছেন, তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও সাহিত্যভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে
এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, এ ধরনের সাহিত্যচর্চা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাবে, ভাষা ও ভাবনার গভীরতা বাড়াবে এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
একটি বিদ্যালয়ের প্রাণ যে তার শিক্ষার্থীদের সৃজনশীলতা ‘সূচনা’ সেই প্রাণের স্পন্দন হিসেবেই আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন পর হলেও চরপার্বতী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে প্রথম স্কুল ম্যাগাজিন প্রকাশ শিক্ষাঙ্গনে এক আনন্দঘন বার্তা নিয়ে এসেছে।
এটি শুধু বর্তমান শিক্ষার্থীদের জন্য নয়, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি ও আবেগের সঙ্গেও এক দৃঢ় সেতুবন্ধন তৈরি করবে। শেষ পর্যন্ত ‘সূচনা’ হয়ে উঠেছে একটি প্রতীক।যেখানে অতীতের গৌরব, বর্তমানের সাধনা ও ভবিষ্যতের স্বপ্ন একসূত্রে গাঁথা। বিদ্যালয় পরিবারের প্রত্যাশা, এই সূচনা থেমে থাকবে না, বরং ধারাবাহিকভাবে চরপার্বতী এস.সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সাহিত্যের অভিযাত্রাকে আরও সমৃদ্ধ করবে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment